চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের শার্শা উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হসপিটালে প্রাণহানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে বেনাপোলে ৪টি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী বেনাপোলের বিভিন্ন ক্লিনিকে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি বলেন, অভিযানকালে দেখা গেছে ক্লিনিকগুলো আইনের ব্যত্যয় করে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছে। অধিকাংশ ক্লিনিক লাইসেন্স, নিবন্ধন বই, নিবন্ধনকৃত মেডিকেল প্র্যাকটিশনার, নার্স, পরিবেশ লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও ফায়ার সার্ভিস লাইসেন্স হালনাগাদ ছাড়া ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ফি দৃশ্যমান স্থান প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে এবং অবৈধ প্রক্রিয়ায় ওষুধ মজুদ করা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকার কারণে রজনী ক্লিনিককে ৫০ হাজার, সুরক্ষা ক্লিনিককে ২০ হাজার, সৃষ্টি ক্লিনিককে ১০ হাজার ও মেডিকেল প্র্যাকটিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামী এক মাসের মধ্যে সবাইকে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র এবং যন্ত্রপাতি হালনাগাদ করে নেওয়ার জন্যও নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম।