নিরবিচ্ছন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের মতবিনিময় করেছেন খুলনা মহানগর বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ। এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন দৌলতপুরের ছাত্রনেতা নাঈম শিকদারসহ অন্যদের শয্যা পাশে যেয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন তারা। রবিবার (১৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে খুমেক হাসপাতালে গিয়ে খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ এ হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার পরামর্শ দেন। মতবিনিময় করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ গৌতম কুমার পাল ও উপ-পরিচালক ডাঃ মোঃ আখতারুজ্জামানের সাথে।
এসময়ে মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন বলেন, পদ্মার এপাড়ের বিশাল জনগোষ্ঠি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। কোনোভাবেই যেনো এই হাসপাতালের স্বাস্থ্য বিঘ্নিত না হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি হবে জনগনের স্বাস্থ্য সেবার প্রাণ কেন্দ্র। এটি রাজনীতি চর্চার স্থান নয়। কে কোন দলের নেতা-কর্মী-সমার্থক এটি বড় কথা নয়; রোগী হিসেবে হাসপাতালে আসলে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এটি সকল নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বুকে তাজা রক্তের বিনিময়ে দেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। জনগনের প্রতিষ্ঠান খুমেক হাসপাতাল হবে সর্বস্তরের মানুষের আদর্শ স্বাস্থ্য সেবা কেন্দ্র।
পরে চিকিৎসাধীন ছাত্র নেতা নাঈম শিকদারের চিকিৎসার্থে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের সহযোগিতায় নগদ অর্থ প্রদান করেছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ। পরবর্তীতে আহতদের চিকিৎসা সেবায় সার্বিক সহযোগিতার প্রতিশ্র“তি দিয়েছেন নেতৃবৃন্দ।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক বদরুল আনাম, দৌলতপুর থানা বিএনপি’র আহবায়ক মুর্শিদ কামাল ও সদস্য সচিব ইমাম হোসেন, ১৭নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক শেখ ফারুক হোসেন প্রমুখ।