সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ব্যবসার কথা বলে ব্যবসায়ীকে অপহরণ, আটক ৭ | চ্যানেল খুলনা

ব্যবসার কথা বলে ব্যবসায়ীকে অপহরণ, আটক ৭

চ্যানেল খুলনা ডেস্কঃঝিনাইদহের অপহৃত এক ব্যবসায়ীকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ অপহরণকারীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে রবিবার রাতে যশোর শহরের মাইকপট্টি এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী কহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ৭ অপহরণকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলো- যশোর শহরের জেল রোড এলাকার জাহিদুল ইসলাম, ফতেপুর এলাকার নয়ন, শেখহাটি বাবলাতলা এলাকার রাব্বী হোসেন, সার্কিট হাউসপাড়ার গোলাম রসুল ,মুরুলী এলাকার শওকত হোসেন ও পাবনা জেলার ঈশ্বরদী থানার নূর ইসলাম।

যশোর গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, মোবাইল ফোনের মাদারবোর্ড ও সার্কিট বিক্রির কথা বলে ঝিনাইদহের কোটচাদপুরের ব্যবসায়ী কহিদুল ইসলামকে ডেকে নিয়ে যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি বাড়িতে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুই দফায় তার কাছ থেকে ৯৯ হাজার ৬০০ টাকাও তারা হাতিয়ে নেয়। এরপর অপহরণকারীরা আরও টাকা দাবি করতে থাকে। পরে একপর্যায়ে বিষয়টি কহিদুল ইসলামের ভাই যশোর পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কহিদুল ইসলামকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও ৫ অপহরণকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, যে বাসা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয় সে বাসাটির মালিক যশোর পৌরসভার কাউন্সিলর হাজী আলমগীর হোসেন। অভিযানকালে অপহরণকারীদের কাছ থেকে সাড়ে ১৮ হাজার টাকা, ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, একটি ব্যাংকের চেক, ইয়াবা সেবনের সরঞ্জামসহ বিভিন্ন ব্রান্ডের পুরাতন ও নষ্ট মোবাইল ফোনের মাদারবোর্ড ও সার্কিট উদ্ধার করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।