সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ব্রাজিলে বন্যায় নিহত বেড়ে ১৪৩ | চ্যানেল খুলনা

ব্রাজিলে বন্যায় নিহত বেড়ে ১৪৩

ব্রাজিলের রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যে কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। রাজ্যে বৃষ্টি-বন্যায় নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্রাজিলের রিও গ্র্যান্ডে দো সুলে ভারী বৃষ্টিপাতের কারণে মৃত্যুর সংখ্যা আগের দিনের ১৩৬ জন থেকে বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। রাজ্যে আরও নিখোঁজ রয়েছেন ১২৫ জন। রিও গ্র্যান্ডে দো সুলের সব নদ-নদীর পানি ক্রমবর্ধমান হারে বাড়ছে। দেশটির আবহাওয়া পরিষেবা সংস্থা মেটসুল চলমান এই পরিস্থিতিকে ‘‘অত্যন্ত উদ্বেগজনক’’ বলে অভিহিত করেছে।

প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় শনিবার সন্ধ্যার দিকে দেশটির সরকার ওই রাজ্যে জরুরি সহায়তা হিসেবে ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের (১২ দশমিক ১ বিলিয়ন ব্রাজিলীয় রিয়েল) তহবিলের ঘোষণা দিয়েছে। বৃষ্টি-বন্যায় রাজ্যের ১০ কোটি ৯০ লাখ মানুষের অন্তত ৫ লাখ ৩৮ হাজার জন বাস্তুচ্যুত হয়েছেন।

শনিবার রিও গ্র্যান্ডে দো সুলের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন বরাদ্দ থেকে ইতিমধ্যে ৬০ বিলিয়ন রিয়েলের বেশি রাজ্যের সরকারি তহবিলে দেওয়া হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, রাজ্যে যা ধ্বংস হয়ে গেছে তার সবকিছুই পুনরায় নির্মাণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘‘আমরা জানি, সবকিছু পুনরায় ফিরিয়ে পাওয়া যায় না। মায়েরা তাদের সন্তানদের হারিয়েছেন এবং শিশুরা তাদের মাকে হারিয়েছে।’’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃৃতিতে বলেছেন, তার নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন সহায়তা প্রদানের জন্য ব্রাজিল সরকারের সাথে যোগাযোগ করছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

কানাডার একটি ভারতীয় স্কুলে আরও ১১৪ কবরের সন্ধান

এক নজরে গাজা যুদ্ধবিরতি চুক্তি

মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে জনতার হামলা

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত ৪০

‘মেক্সিকান আমেরিকা’ বলে ট্রাম্পকে খোঁচা মেক্সিকোর প্রেসিডেন্টের

স্বামী-সন্তান রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন নারী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।