চ্যানেল খুলনা ডেস্কঃইসলামিক স্টেট বা আইএসের শক্তিশালী সব ঘাঁটি ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে আইএসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি ইরাক ও সিরিয়ার পূর্বাঞ্চলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে মিশরের সিনাই পেনিনসুলা এলাকায় এখনো তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ এক প্রতিবেদনে জানায়, আইএস সর্বশেষ যেসব এলাকা নিয়ন্ত্রণ করত সেগুলো গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মিশরের সিনাই পেনিনসুলা এলাকায় তাদের কার্যক্রম চোখে পড়েছে।
বর্তমানে মিশরের সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে লড়ছে আইএস। নিয়মিতই তারা বাহিনী দুটির ক্ষতির কারণ হয়ে উঠছে। এ অবস্থায় মিশর থেকে বড় ধরনের হামলার আশঙ্কা করছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ মনে করছে, যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে আইএস।
এমনিতেই অনেক দিন ধরে ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এক বছরের মধ্যে দুটি জাতীয় নির্বাচন হলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেনি কোনো দল। ফলে তৃতীয় নির্বাচনের পথে হাঁটছে দেশটি। রাজনৈতিক এই অচলাবস্থার মধ্যে আইএস যে কোনো সময় সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব।