সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বয়স্ক ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করেন সিটি মেয়র | চ্যানেল খুলনা

বয়স্ক ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করেন সিটি মেয়র

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খুলনা নগরীর খালিশপুর শহর সমাজসেবা কার্যালয়ের বয়স্ক ভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠান আজ (রবিবার) দুপুরে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে দেশের মানুষ সামাজিক নিরাপত্তার এমন সুযোগ পেতো না। শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠনের পরে এ সকল কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন। দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে ভাতা ভোগীদের সংখ্যা ও ভাতার অর্থের পরিমান বৃদ্ধি পেয়েছে। নিজের সন্তান পিতামাতার খোঁজ না নিলেও সরকার ঠিকই তাদের খোঁজ নেয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল প্রতিবন্ধী মাসে ৭৫০ টাকা ভাতা পাবেন। সততার সাথে সামাজিক নিরাপত্তার ভাতাভোগী নির্বাচনে সরকারি দপ্তরকে সহায়তা করতে জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়ে মেয়র আরও বলেন, জনপ্রতিনিধিদের ¯্রষ্টা ও জনগণের কাছে জবাবদিহি করতে হবে। স্বজনপ্রীতির মাধ্যমে প্রাপ্য মানুষকে বঞ্চিত করা যাবে না।
খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, খালিশপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি শেখ মনিরুল ইসলাম বাশার প্রমুখ।
অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের ৮, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের একশত ৭৯ জনকে বয়স্ক ভাতার বই এবং একশত ৬৮ জন অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

নগরের ময়লাপোতা সন্ধ্যা বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।