চ্যানেল খুলনা ডেস্কঃনওয়াপাড়ায় ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির মতবিনিময় সভা বুধবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিটির অন্যতম নেতা অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগ নেতা মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোল্যার স্মরণে এক মিনিট নিরবতা পালন, স্মরণ সভা ও রূহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দূর্গাপুজা উপলক্ষে কর্মপরিকল্পনায় পরিবর্তন ও পরবর্তী করণীয় শীর্ষক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটি ও অভয়নগর উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সানা আব্দুল মান্নান, আন্দোলন কমিটির সদস্য সচিব পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, চলিশিয়া ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, নেহালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক, চলিশিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ মশিউর রহমান, আন্দোলন কমিটির নেতা মশিউর রহমান হারকিল, বুলবুল বৈরাগী, সদস্য মোস্তফা, চিন্ময়, খায়রুল, বিপ্লব প্রমুখ। মতবিনিময় সভা থেকে ভবদহ এলাকায় টিআরএম, আমডাঙ্গা খাল খননসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়।