সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
ভারতকে চ্যালেঞ্জ পাকিস্তান কিংবদন্তির ‘ভালো দল হলে ৩০টি ম্যাচ খেলো’ | চ্যানেল খুলনা

ভারতকে চ্যালেঞ্জ পাকিস্তান কিংবদন্তির ‘ভালো দল হলে ৩০টি ম্যাচ খেলো’

ভারত-পাকিস্তান; দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা এখন আর সেই অর্থে উত্তাপ ছাড়ায় না। অনেকটা একপেশে ম্যাচ জিতে ভারত। যে কারণে পাকিস্তানের সাবেক কিংবদন্তিদের প্রায়শই লজ্জার মুখে পড়তে হয়। পাকিস্তানকে হারানোর পরপরই দেশটির কিংবদন্তিদের খোঁচা দেন ভারতের সাবেক তারকারা। এবারও এর ব্যতিক্রম হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর পর থেকেই পাকিস্তানের সাবেক ও বর্তমানদের খোঁচা দিয়ে যাচ্ছেন ভারতের সাবেকরা।

এই যখন পরিস্থিতি তখন ভারতকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি সাকলায়েন মুশতাক। ভালো দলের পরিচয় দিতে পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটে দশটি করে মোট ৩০টি ম্যাচ খেলার কথা বলছেন তিনি।

সম্প্রতি পাকিস্তান অবশ্য ভারতের সঙ্গে পেরে উঠছে না। সবশেষ ২০১৭ সালে শেষবার হারাতে পেরেছিল ভারত। এরপর দুদল ৭টি ওয়ানডে খেললেও কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যদিও এখনও দু’দলের মুখোমুখি লড়াইয়ে দাপটা পাকিস্তানেরই।

ওয়ানডেতে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। ভারতের ৫৮ জয়ের বিপরীতে পাকিস্তানের জয়ের সংখ্যাটা ৭৩। অন্যদিকে ৫৯ টেস্টে ভারতের ৯ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ১২ ম্যাচে। অবশ্য টি-টোয়েন্টিতে এগিয়ে ভারত। দুদলের ১৩ দেখায় ১০ বার জয় পেয়েছে ভারত।

অর্থাৎ এই পরিসংখ্যানে এটা পরিষ্কার অতীতে কতটা দাপট ছিল পাকিস্তানের। তাই ভারতকে চ্যালেঞ্জ জানাতে একটুও কার্পণ্য করেননি মুশতাক।

মুশতাক ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘তাদের ক্রিকেটাররা ভালো। তারা দারুণ ক্রিকেট খেলছে। কিন্তু তোমরা যদি এতই ভালো হও, তাহলে পাকিস্তানের সঙ্গে ১০টি টেস্ট, ১০টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলো। তাহলে সব পরিষ্কার হয়ে যাবে।’

পাকিস্তানের হয়ে ৪৯৬ উইকেট নেওয়া এই স্পিনার আরও বলেন, ‘আমরা যদি ভালো প্রস্তুতি নিই, সঠিক পথে কাজ করি, তাহলে ভারতকে ও বিশ্বকে মোক্ষম জবাব দিতে পারব।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন ভারত

দুবাইয়ের স্পিনস্বর্গে আড়াইশ পার নিউজিল্যান্ডের

হান্ড্রেডে সবচেয়ে দামি বাংলাদেশি সাকিব, দল পাবেন তো?

ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের মেয়েদের

‘অপয়া’ মাঠে পিএসজিকে ভয় পাচ্ছে না লিভারপুল

সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।