সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ভারত না খেললে অনিশ্চিত এশিয়া কাপ! | চ্যানেল খুলনা

ভারত না খেললে অনিশ্চিত এশিয়া কাপ!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, চূড়ান্ত হয়নি এখনো। দৌড়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষটিতে হার এড়ালেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে বিরাট কোহলিরা।

তেমনটি হলে অনিশ্চিত হয়ে যাবে এবারের এশিয়া কাপ। আগামী ১৮ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একই সময়ে হওয়ার কথা রয়েছে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলে খেলা হবে না এশিয়া কাপে।

তাদের ছাড়া মাঠে গড়াবে না এশিয়া কাপও। করাচিতে এক সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মানি।

তিনি বলেন, ‘গত বছর হওয়ার কথা ছিল এশিয়া কাপ, কিন্তু সেটা এই বছরে পিছিয়ে আনা হয়েছে। এখন মনে হচ্ছে, এই বছরও এশিয়া কাপ হবে না যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে। শ্রীলঙ্কা বলেছিল, তারা জুনে টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা করবে।’

গত বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে সে সময় টুর্নামেন্টটি শুরু করা সম্ভব হয়নি। চলতি বছরের জুনে আয়োজনের কথা সে সময় জানিয়েছিলেন আয়োজকরা। ফের এই আসরটি পিছিয়ে গেলে আগামী বছরও এটি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মানি।

তিনি বলেন, ‘তারিখগুলো সাংঘর্ষিক। আমাদের মনে হয় না, এবার এশিয়া কাপ হবে। মনে হয়, টুর্নামেন্টটিকে ২০২৩ সালে পিছিয়ে দিতে হবে।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ৪০তম পুরুষ এবং ১৭তম নারী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

অস্ত্রোপচার করাতে হচ্ছে ইংলিশ তারকার

ফকিরহাটের বেতাগায় চারদলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি:

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা

সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।