বাস-ট্রেনের মতো নৌপথেও অর্ধেক যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। তাই অন্য গণপরিবহনের মতো নৌপথেও ভাড়া বাড়বে বলে জানানো হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সচিবালয়ের ঈদের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
সরকারের ১৮ দফা নির্দেশনা অনযুায়ী বুধবার (৩০ মার্চ) থেকে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী নিয়ে চলছে বাস। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেনও। লঞ্চ মালিকরাও ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে।
দেশে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। গত দুইদিন করোনা শনাক্তের সংখ্যা প্রথমবার ৫ হাজার পেরিয়েছে। এমন অবস্থায় সংক্রমণ কমাতে গণপরিবহনে যাত্রী অর্ধেক করার সিদ্ধান্ত নেয় সরকার।