আন্তর্জাতিক ডেস্কঃ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। শনিবার ( ৩ আগস্ট ) বিকেল স্থানীয় সময় সাড়ে ৪টে নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩ দশমিক ৬। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল হাওড়া জেলায় মাটির ১০ কিলোমিটার গভীরে।
কম্পন অনুভূত হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বেলদা, ঘাটালে। হুগলিতেও কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন স্থায়ী ছিল। কম্পন টের পেয়েই ঘর-বাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষজন। যদিও ভূমিকম্পের উত্সস্থল এবং কম্পনের মাত্রা সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। ভূমিকম্পে হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।
ঠিক এক সপ্তাহ আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরুলিয়া-সহ ঝাড়খণ্ড লাগোয়া বেশ কিছু অঞ্চল। গত ২৮ জুলাই রাত আড়াইটে নাগাদ কেঁপে ওঠে পুরুলিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। কম্পনের কেন্দ্রবিন্দু ছিল পুরুলিয়া থেকে ১০ কিলোমিটার নীচে।