সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ভেঙেছে সব রেকর্ড : ডেঙ্গু জ্বরে প্রাণ গেল সিভিল সার্জনের | চ্যানেল খুলনা

দেশের বিভিন্ন হাসপাতালে ৪০৩ ডেঙ্গু রোগী

ভেঙেছে সব রেকর্ড : ডেঙ্গু জ্বরে প্রাণ গেল সিভিল সার্জনের

অনলাইন ডেস্কঃডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব বলেন, ‘ডাঃ শাহাদাত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। রবিবার সকালে অফিস করেন তিনি। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় অংশ নেন। এ সময় শারীরিক অসুস্থবোধ করলে তিনি বাসায় চলে যান। বিকেলের দিকে তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন ডাঃ শাহাদাত। যোগদানের ১৩ দিনের মাথায় তিনি মারা যান। ডাঃ শাহাদাতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।
ডেঙ্গু রোগী ভর্তি : ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৪০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর এ সংখ্যা ভেঙেছে আগের সব রেকর্ড। এটি ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (হেলথ ইমার্জেন্সী অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম) আয়েশা আক্তার এই তথ্য নিশ্চিত করেন। ডেঙ্গু আক্রান্ত এই ৪০৩ জন রোগীর মধ্যে ৪০১ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফরের হিসেব অনুযায়ী, ঢামেক হাসপাতালে ৮৩, স্যার সলিমুল্লাহ হাসপাতালে ৩৮, ঢাকা শিশু হাসপাতালে ১২, শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া হলি ফ্যামিলিতে ৪৫, শাহবাগ বারডেম হাসপাতালে ৯, রাজারকবাগ পুলিশ হাসপাতালে ১৫ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, বিজিবি হাসপাতালে (পিলখানা) ৫ জন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে তথ্য দিয়েছে মহাখালী স্বাস্থ্য অধিদফতর।
এদিকে একদিনে ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ২১, ইবনে সিনায় (ধানমন্ডি) ১১, স্কয়ার হাসপাতালে ৭ জন, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে ১৮, গ্রীন লাইফ হাসপাতালে ৮, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১১, ইউনাইটেড হাসপাতালে ৮ জন, খিদমা হাসপাতালে (খিলগাঁও) ৪ জন রোগী ভর্তি আছেন। এছাড়া ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৩, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি আছেন। এদিকে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনার হাসপাতালে ২ জন ভর্তি আছেন

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

যে ২ খাবার অ্যান্টিবায়োটিকের কাজ করে

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ ও প্রভাব

রাত ১০ টার পর কি ডিনার করা ঠিক? যা বলছেন পুষ্টিবিদ

কৃত্রিম চিনি বয়ে আনতে পারে যেসব বিপদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।