সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ভৈরব সেতুর পর্যালোচনা সভায় উপদেষ্টা ড. মসিউর রহমান | চ্যানেল খুলনা

ভৈরব সেতুর পর্যালোচনা সভায় উপদেষ্টা ড. মসিউর রহমান

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, ভৈরব সেতু নির্মাণে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে যে কাজগুলো করা দরকার, সে কাজগুলো হয়েছে। ব্যক্তি মালিকানাধীন জমি হস্তান্তর প্রক্রিয়ায় একটু দেরি হয়েছে। সেতুর দিঘলিয়া অংশে জমি অধিগ্রণ এবং অধিগ্রহণকৃত জমির উপর থেকে স্থাপনা সরানো হয়েছে। সেতুর খুলনাংশের ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। জমি উপর যে স্থাপনা আছে সেগুলোর হিসাবে একটু সময় নেয়, কারণ এগুলোর কোন নির্দিষ্ট বাজার মূল্য বিদ্যমান নেই। তিনি বলেন, সরকার খুব যত্নের সাথে কাজটা করছে যাতে নাগরিকের উপর চাপ না পড়ে। জমি অধিগ্রহণ যদি না হয় তাহলে ব্রিজ সম্পন্ন হবে না।

তিনি আরও বলেন, এইটা কিন্তু আর ১০ টা ব্রিজের মতো নয়। ব্রিজের ডিজাইন টা অনেক সু পরিকল্পিত ভাবে করা হয়েছে। বেশি মানুষকে যেন জায়গা থেকে সরাতে না হয়, ডিজাইন সেইভাবে করা হয়েছে।

রেলিগেট থেকে দৌলতপুর মুহসিন মোড় পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের জমি অধিগ্রহণের ব্যাপারে তিনি বলেন, রেলওয়ে মিটিং করে একটা সিদ্ধান্ত দিয়েছে তাতে জমিটা পাওয়া যাবে।

শনিবার (২১ অক্টোবর) খুলনা সড়ক ভবনে ভৈরব সেতুর বাস্তবায়নকারী সংস্থা খুলনা সড়ক ও জনপদ বিভাগ (সওজ), সেতুর নির্মানাধীন প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লি. এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের পাকশী ডিভিশনের ডিভিশনাল স্টেট অফিসারের সাথে ভৈরব সেতুর অগ্রগতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

বেলা সাড়ে ১১ টায় সড়ক ভবনের সম্মেলন কক্ষে ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক ও সড়ক ও জনপদ বিভাগ (সওজ)’র খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ, কে শামছ উদ্দিন আহম্ম¥দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, খুলনা সওজ ‘র নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, খুলনা গণপূর্ত বিভাগ-১ ‘র নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ে, পাকশী ডিভিশন, পশ্চিম অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল স্টেট অফিসার মোঃ নুরুজ্জামান, সওজ ‘র খুলনা ফেরি সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী মোঃ মমিনুল ইসলাম, ফেরি বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ, ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার (ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড, (করিম গ্রুপ) ‘র প্রকৌশলী এম নাজমুল, মো. ওসমান গনি কোয়ালিটি সার্ভে ইঞ্জিনিয়ার প্রকৌশলী সামিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, সওজ ‘র উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শেখ মইনুল ইসলাম জুয়েল প্রমুখ।

পর্যালোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড.মসিউর রহমান সড়ক ভবনে গাছের চারা রোপন করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলোকে ব্যবসায়িক উদ্যোগে পরিণত করতে হবে : উপ-উপাচার্য

নগরের বাতাসের সঙ্গে সবসময় ধূলাবালি উড়ছে : জনউদ্যোগ

মহানগর বিএনপির কাউন্সিল ২৪ ফেব্রুয়ারি : ১২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।