খবর বিজ্ঞপ্তিরঃপ্রিপেইড গ্রাহকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি।
নেতৃবৃন্দ বলেন, প্রিপেইড মিটার লাগিয়েও হয়রানি বন্ধ হচ্ছে না গ্রাহকদের। একদিকে প্রিপেইড মিটারের অতিরিক্ত খরচ অন্যদিকে ওজোপাডিকোর হয়রানিতে গ্রাহক অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃহস্পতিবার টুটুপাড়া আনুমোল্লা লেনের গ্রাহক মোঃ বেল্লাল শিকদারকে গ্রেফতারের নিন্দা জানান নেতৃবৃন্দ। যেখানে গ্রাহক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছে। অভিযোগটি আমলে নিয়ে শুনানীও হয়েছে। গ্রাহকের দাবি প্রিপেইড মিটারের মাধ্যমে বিল পরিশোধ করা হয়েছে। সেখানে আবার অতিরিক্ত বিল কেন ? এই প্রশ্নের উত্তর না দিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে পাশ কাটিয়ে মামলা করে এই হয়রানি করা হচ্ছে। ওজোপাডিকোর যৌক্তিক না অযৌক্তিক বিল বুঝতে না দিয়ে গ্রাহকের বিরুদ্ধে যে মামলা করেছে এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে বেল্লাল শিকদারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন, প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি আহবায়ক ডাঃ শেখ বাহারুল আলম, যুগ্ম আহবায়ক শরীফ শফিকুল হামিদ চন্দন, মোড়ল নূর মোহাম্মদ, সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।
অপরদিকে সংগঠনের আহবায়ক ডাঃ শেখ বাহারুল আলম ও সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন এক যৌথ বিবৃতিতে আজ শনিবার বিকেল ৩টায় প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি জরুরী সভার আহবান করছেন। সভায় সংবাদ সম্মেলন, স্মারকলিপি, কনভেনশনসহ বিভিন্ন কর্মসূচির তারিখ নির্ধারণ করা হবে। সভায় এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।