চ্যানেল খুলনা ডেস্কঃভোটারদের ঘুমের কারণে নির্বাচন কমিশন (ইসি) ভোট গ্রহণের সময় পিছিয়েছে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা শেষে এ কথা বলেন তিনি।
ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা পেছানোর কারণ কী, সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব আলমগীর বলেন, ভোটাররা সকাল আটটায় ঘুম থেকে ওঠেন না। ভোটারদের সুবিধার জন্য ভোট গ্রহণ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত করা হয়েছে। ভোট গ্রহণ সকালে হলে ভোটার উপস্থিতি কম দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে, সংবাদমাধ্যমে এমনটাই দেখেছি। তাই কমিশন সকাল আটটার পরিবর্তে সকাল নয়টায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
সদ্য সমাপ্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট কম পড়ার বিষয়ে তিনি বলেন, কাদের দোষে ভোটাররা ভোট কেন্দ্রে আসনেনি তা তাদেরই জিজ্ঞেস করুন, তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।
এ দিন বিকাল তিনটায় চট্টগ্রাম সিটি করপোরেশন ও শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে কমিশন। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও সচিব মো. আলমগীরসহ ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠিক শেষে চট্টগ্রাম সিটি করপোরেশেন (চসিক) নির্বাচন এবং যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ এ তিন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
সভা সূত্র জানায়, বগুড়া-১ ও যশোর-৬ আসনে ব্যালটে ভোটগ্রহণ করা হবে। আর চট্টগ্রাম সিটিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।