চ্যানেল খুলনা ডেস্কঃএবার আর কোন আশ্বাস বা প্রতিশ্র“তি নয়, মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের নেতারা। গতকাল শুক্রবার রাতে ইস্টার্ণ জুট মিলের সিবিএ কার্যালয়ে খুলনা অঞ্চলের ৯ পাটকলের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি ও পরিষদের যুগ্ম-আহ্বায়ক শাহানা শারমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তিন দফায় বৈঠকে অনুষ্ঠিত হলেও কোন সুরহা না হওয়ায় শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। যে কারণে তারা আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে। এর আগেও তারা আন্দোলন করেছে। আমাদের দেয়ালে পীঠ ঠেকে গেছে। আন্দোলন ছাড়া কোন উপায় নেই। ফলে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল ১০টায় স্ব স্ব মিল গেটে শ্রমিক সমাবেশ এবং রবিবার দুপুর থেকে আমরণ গণঅনশন কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না শ্রমিকরা।
এ বিষয়ে রাষ্ট্র্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলের সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু বলেন, তিন দফা বৈঠক হলেও মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। ভেবে ছিলাম ২৬ ডিসেম্বরের বৈঠকে দাবি বাস্তবায়ন হবে, শ্রমিকরাও সেই আশায় ছিলো। কিন্তু তা হয়নি। শ্রমিকদের মাঝে রয়েছে ক্ষোভ। ফলে মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রবিবার থেকেই আমরণ গণঅনশন চালিয়ে যাওয়া হবে।
শুক্রবারের বৈঠকে সভাপতিত্ব করেন ইস্টার্ণ জুট মিলের সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিন। আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ, মোঃ সোহরাব হোসেন, শাহানা শারমিন, মোঃ মুরাদ হোসেন, মোঃ সাইফুল ইসলাম লিটু, বিল্লাল হোসেন মল্লিক, দ্বীন মোহাম্মদ, হারুন অর রশিদ মল্লিক, হুমায়ুন কবির, খলিলুর রহমান, মনিরুল ইসলাম, আঃ মান্নান, ইব্রাহীম ও আক্তার হোসেন প্রমুখ।