মণিরামপুর প্রতিনিধি :: মণিরামপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে আপন দুই ভাই নিহত হয়েছে। সোমবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কে মনিরামপুর সুন্দলপুর নামক স্থানে পরিবহনের চাপায় ওই দুই ভাই মারা যান। তারা হলেন- উপজেলার মাঝ লাইড়ী গ্রামের শাহাবুদ্দীন (৪০) ও মঈনুল ইসলাম(৩৫)। তারা দুজন একই মোটরসাইকেলে মনিরামপুরে আসছিলেন।জানা যায়, শাহাবুদ্দীন ও মইনুল মাঝ লাউড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সকাল ৯ টার দিকে সুন্দলপুর বাজার নামক স্থানে পৌছালে সাতক্ষীরা গামী মামুন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে বড় ভাই শাহাবুদ্দীনের ঘটনাস্থলে মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী স্থানীয় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওয়াদুদুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, সকাল ৯ টার দিকে শাহাবুদ্দীন ও মঈনুর রহমান একই মোটরসাইকেল যোগে মনিরামপুর বাজারে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহন তাদের চাপা দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলে শাহাবুদ্দীনের মৃত্যু হয়। গুরুতর আহত মঈনুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছায়।
একাধিক সূত্র জানা গেছে, আহত মঈনুলের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় মধুখালী নামক স্থানে বিকাল ৪ টার সময় মারা যান তিনি। এদিকে আপন দুই ভাইয়ের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক মামুন পরিবহনের ১০৭ নং বাসটি যার রেজি নং ঢাকা মেট্রো-হ ১৪৭৭০০ আটক করে থানায় আনা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুুতি চলছে।