চ্যানেল খুলনা ডেস্কঃপ্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে মডেল মসজিদ ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন। জানা যায়, মণিরামপুরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে পরিষদ ক্যাম্পাসে এ মডেল মসজিদ ভবন নির্মানের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু,
মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মনিরুজ্জামান মনি, গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ। এর আগে মণিরামপুরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহামেদ লিটন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।