মাগুরায় মাদক ব্যবসায়ী রবিউল খানের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মদের দোকান অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টায় মাগুরা সদর উপজেলা মডেল মসজিদ এর সামনে মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষে আয়োজক শওকত হাসান বাশি, আব্বাস উদ্দিন নতুন ও মো. নাসিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা, অবিলম্বে এলাকাবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও শিমুলিয়া গ্রাম থেকে মদের দোকান অপসারণ করার জন্য প্রশাসন এর প্রতি জোর আহব্বান জানান।
এ মানববন্ধনে ভায়না, শিমুলিয়া, সীতারামপুর, মীরপাড়া ও রায়গ্রাম সহ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধীক গন্যমান্য ব্যক্তিবর্গ অংশনেন।