মধ্যরাতে মাগুরায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে মহাসড়কের সকল প্রকার যানবাহনে তল্লাশি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে রাত ২ টা পর্যন্ত মাগুরা- ঝিনাইদহ মহাসড়কের আবালপুর তেল পাম্পের সামনে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে।
এ সময় বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল পিক আপ ভ্যানসহ সকল প্রকার যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করেন পুলিশের এসআই ইসমাইল হোসেন। চেকপোষ্টে সেনাবাহিনীর সাথে আনসার সদস্যরা সহযোগিতা করেন।
ড্রাইভিং সহ যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা এবং ত্রুটিপূর্ণ যানবাহনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।