সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
মধ্য ফেব্রুয়ারিতে কেন্দ্রে পাঠানো হচ্ছে নগর ও জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা | চ্যানেল খুলনা

মধ্য ফেব্রুয়ারিতে কেন্দ্রে পাঠানো হচ্ছে নগর ও জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা

চ্যানেল খুলনা ডেস্কঃআগামী ফেব্র“য়ারির মাঝামাঝি কেন্দ্রে পাঠানো হচ্ছে নগর ও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তালিকা। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে জোরালো লবিং চালিয়ে যাচ্ছে দলের তৃণমূলের নেতা-কর্র্মীরা। দলীয় সূত্র বলেছে, নতুন ও পুরাতনদের সমন্বয়ে গঠন করা হবে নগর ও জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা।
দলীয় সূত্রে জানা গেছে, গেল বছর ১০ ডিসেম্বর নগর ও জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে নগর ও জেলা আ’লীগের বিভিন্ন পদে স্থান পেতে দলের তৃণমূল নেতা-কর্মীরা চালিয়ে যাচ্ছে লবিং। এরই মাঝে গত ১৬ জানুয়ারি নগরীর পাঁচ থানার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা নগরীর বাকি ওয়ার্ডগুলোর সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
বর্ধিত সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নগরীর বাকি ১০টি ওয়ার্ড আ’লীগের সম্মেলন। এর মধ্যে আগামী ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় ৫নং ওয়ার্ডের সম্মেলন বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় ১নং ওয়ার্ডের সম্মেলন মহেশ্বরপাশা ক্লাব প্রাঙ্গণে, ১০ ফেব্র“য়ারি সকাল ১০টায় ১২নং ওয়ার্ডের সম্মেলন এবং একই দিন বিকেল সাড়ে ৩টায় ২নং ওয়ার্ডের সম্মেলন ফুলবাড়ীগেটে, ১১ ফেব্র“য়ারি সকাল ১০টায় ৯নং ওয়ার্ডের সম্মেলন বৈকালী আ’লীগ অফিস চত্বরে এবং একই দিন বিকেল সাড়ে ৩টায় ৩৩নং ওয়ার্ডের সম্মেলন ফুলবাড়ীগেট জনতা চত্বরে, ১২ ফেব্র“য়ারি বিকেল সাড়ে ৩টায় ১০নং ওয়ার্ডের সম্মেলন নয়াবাটী হাজী শরিয়তউল্লাহ বিদ্যাপীঠ, ১৩ ফেব্র“য়ারি বিকেল সাড়ে ৩টায় ১১নং ওয়ার্ডের সম্মেলন প্লাটিনাম চিত্ত বিনোদন কেন্দ্রে, ১৪ ফেব্র“য়ারি বিকেল সাড়ে ৩টায় ৬নং ওয়ার্ডের সম্মেলন, পাবলা আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে, ১৫ ফেব্র“য়ারি বিকেল সাড়ে ৩টায় ৩২নং ওয়ার্ডের সম্মেলন আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
দলটির নগর সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুুল খালেক বলেছেন, ‘নগরীর বাকি ওয়ার্ডগুলোর সম্মেলনের পর নগর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রে তালিকা পাঠানো হবে।’
দলটির জেলা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেছেন, ‘জেলা আ’লীগ পূর্ণাঙ্গ কমিটি গঠনের তালিকা অল্পদিনের মধ্যে কেন্দ্রে পাঠানো হবে। তবে ফেব্র“য়ারির মাঝামাঝি তালিকা পাঠানোর সম্ভাবনা রয়েছে।’
নগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, ‘আগামী ফেব্র“য়ারি মাসের মাঝামাঝি নগর আ’লীগ পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রে তালিকা পাঠানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, নগরীর দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলী থানাধীন বাকি ১০ ওয়ার্ড ও ২৮নং ওয়ার্ড আ’লীগের সম্মেলনের পর নগর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রে তালিকা পাঠানো হবে।’
জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, ‘আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ের মধ্যে জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তালিকা কেন্দ্রে পাঠানো হবে বলে আশা করা যাচ্ছে।’

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

বিট কপির চাষ করে তাক লাগিয়ে‌ছেন ডুমুরিয়ার কৃষক সুরেশ্বর মল্লিক

উপকূলয়ীয় অঞ্চল পাইকগাছায় বুলেট মরিচের বাম্পার ফলন

স্কোয়াশ চাষে ঝুঁকছেন খুলনার কৃষকরা

আমের মুকুল সৌরভ ছড়াচ্ছে পাইকগাছায়

উপকূলীয় অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে সিডলিং ট্রেতে চারা উৎপাদন

জলবায়ুর প্রভাবে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন লক্ষমাত্রা পূরনে ব্যাহতের শঙ্কা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।