বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য, স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, ‘স্বাধীনতার সুযোগ-সুবিধা সকলে ভোগ করছে কিন্তু ইতিহাস অনেকে ভুলে গেছে। জাতির জনকের মতাদর্শ ও চেতনা লালন করলে কেউ অনিয়মে নিমজ্জিত হতে পারেনা। দেশ আরও এগিয়ে যাবে’।
জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বেলা ১২টায় তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ানম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও ফাহিমা ছাবুল।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ ও আকন হাবিবুর রহমান। এর আগে পোলেরহাট হতে বেগপাড়া পর্যন্ত ইটসোলিং রাস্তার কাজের উদ্বোধর করেন এমপি মিলন।