ঝিনাইদহ প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে বিভিন্ন পুজা মন্দির কমিটির মাঝে ডিও বিতরণ করা
হয়েছে। সোমবার ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তে এই ডিও বিতরণ করেন সদর
উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। তিনি উপজেলার ১০৬টি পুজা মন্দির কমিটির মাঝে ৫১.৫ মেট্রিক চাল বিতরণ করা হয়। প্রতিটি মন্দির কমিটিকে দেওয়া হয়েছে ৫০০ কেজি করে চাল। এ সময় ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কনক কান্তি দাস, সদর থানার ওসি মঈন উদ্দীন, এসিল্যান্ড ফাতেমা তুজ্জ জোহরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, জেলা আনসার ভিডিপি কমানড্যন্ট
সঞ্জয় সাহা, পিআইও শুভাগত বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার সরকার ও উত্তম কুমার গাঙ্গুলী উপস্থিত ছিলেন।