জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন মাহমুদ ২০০৬ সাল থেকেই মরণোত্তর চক্ষুদান কর্মসূচির সঙ্গে জড়িত। সে বছর গায়িকা নিজেই মরণোত্তর চক্ষুদানের চুক্তি স্বাক্ষর করেন সন্ধানীর সঙ্গে। এরপর থেকে গত ১৫ বছর ধরে দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।
‘আনাড়ি’ গায়িকা এবার জানালেন মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান। মূলত ‘অন্যের চোখে বাঁচি’ (মরণোত্তর চক্ষুদান) নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। গ্রুপে মরণোত্তর চক্ষুদানের আহ্বান জানিয়ে মেহরীনের ছবি সম্বলিত একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।
আর পোস্টে লেখা হয়েছে, মৃত্যুর পর আমাদের চোখ দুটো নষ্ট না করে দুইজন অন্ধ মানুষকে দিয়ে যাই আসুন। অন্ধ মানুষটি তার প্রিয় মাকে দেখুক আমাদের চোখে। মৃত্যুর পরেও মানুষের উপকার করার সবচেয়ে সহজতম উপায় হল মরণোত্তর চক্ষুদান। আপনার মা-বাবা-ভাই-বোন-স্বামী-স্ত্রী-সন্তান (১৮ বছরের ওপর) যে কোনো একজন অভিভাবকের অনুমতি নিয়ে ঘরে বসে মরণোত্তর চক্ষুদানের রেজিস্ট্রেশন করে ফেলুন-www.EyeDonationBD.com। যুক্ত হয়ে নিন চক্ষুদানের ফেইসবুক গ্রুপে-https://www.facebook.com/groups/chokkhudaan
এদিকে ‘ঢাকা পোস্ট’কে মেহরীন জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠান নিয়ে চলতি সপ্তাহে ব্যস্ত থাকবেন তিনি।