সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মশার পর বর্জ্য নিয়ে আলোচনায় বসলেন কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

মশার পর বর্জ্য নিয়ে আলোচনায় বসলেন কেসিসি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিয়োজিত বেসরকারি সংস্থাসমূহকে আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি নগরীতে কর্মরত সকল বেসরকারি সংস্থার কাজের মধ্যে সমন্বয় সাধনের ওপরও গুরুত্বারোপ করেন।

সিটি মেয়র আজ সোমবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে বেসরকারি সংস্থাসমূহের (এনজিও) প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ নির্দেশনা প্রদান করেন। খুলনা মহানগরী এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, গৃহস্থলির ময়লা আবর্জনা ব্যবস্থাপনার কাজে একই ওয়ার্ডে একাধিক এনজিও কাজ করলেও তাদের মধ্যে কাজের সমন্বয় না থাকায় পরিপূর্ণ সুফল পাওয়া যাচ্ছে না। আবার পার্শ্ববর্তী ওয়ার্ডে কোন এনজিও কাজ করেনা। এজন্য তিনি সকল ওয়ার্ডে দায়িত্ব বন্টন এবং সকলের কাজের মধ্যে সমন্বয় সাধনের অনুরোধ জানান। সকলের সহযোগিতা পেলে খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করা সম্ভব বলে সিটি মেয়র উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, সহকারি কঞ্জারভেন্সি অফিসার মোঃ আব্দুর রকীব, নূরুন্নানাহার এ্যানি, মোঃ জিয়াউর রহমান, বেসরকারি সংস্থা প্রদীপন-এর প্রতিনিধি শেখ বজলুর রহমান, মাসাস-এর পরিচালক এম, এ বাতেন, বনছায়া-এর নির্বাহী পরিচালক ফজিলাতুন্নেছা, সিএইচডি-এর নির্বাহী পরিচালক কামরুন নাহার, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মোঃ মাছুম বিল্লাহ, ক্লানশিপ-এর কর্মসূচি প্রধান এইচ এম এ ইসলাম ইস্তাক, এ্যাওসেড-এর সহকারী সমন্বয়কারী হেলেন খাতুনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

এর আগে গতকাল রোববার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনে মহান বিজয় দিবস বর্ণাঢ্য র‌্যালী

খুলনায় নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা

শহীদ বুদ্ধিজীবী দিবসে খুলনা মহানগরী জামায়াতের আলোচনা সভা

আমরা চাই না সরকার ব্যর্থ হোক: শামীম

কুয়েটে ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ও বদলিতে আর্থিক লেনদেন বন্ধ করতে হবে : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।