নোয়াখালীর চাটখিলে মসজিদের দানবাক্সের টাকা আত্মসাতের দায়ে গোলাম কিবরিয়া (৪৩) নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার গোলাম কিবরিয়া উপজেলার বাদুলী গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি দক্ষিণ কড়িহাটি ভূইয়া বাড়ির জামে মসজিদের (মসজিদুল কোবা) দীর্ঘদিনের মুয়াজ্জিন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তাকে ওই মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়।
চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারক। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির সঙ্গে সুসম্পর্কের জেরে দীর্ঘদিন ধরে মসজিদের দানবাক্স ও অনুদানের টাকা আত্মসাৎ করে আসছেন মুয়াজ্জিন গোলাম কিবরিয়া। এসব বিষয়ে প্রতিবাদ করলে মুসল্লিদের ওপর চড়াও হন তিনি।
অভিযোগের বিষয়টি তদন্ত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন বিচারক। পরে গত ১৭ জুন ডিবির পরিদর্শক মো. কবির হোসেন আদালতে প্রতিবেদন দাখিল করেন।