খুলনা মহানগরে একটি চোরাই মোটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। মহানগরের সোনাডাঙ্গা পূজাখোলা মোড়ে চেকপোস্ট করাকালীন শুক্রবার ১১ অক্টোবর তপু বিশ্বাস (২৩) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানা যায়, কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানাধীন পূজাখোলা মোড়ে চেকপোস্ট করাকালীন সময়ে রাত পৌনে দশটার দির সোনাডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম তপু বিশ্বাস (২৩), পিতা-বলরাম বিশ্বাস, সাং-ভান্ডারখোলা, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-ইসলামীয়া কলেজ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনাকে একটি চোরাই মোটর সাইকেলসহ আটক করেন। এ সংক্রান্তে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১২, তারিখ-১২/১০/২০২৪ খ্রিঃ, ধারা-৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।