২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মরহুম মেজর (অবঃ) মুজিবুর রহমানের স্ত্রী ও খুলনা মহানগর তাঁতী লীগের সভাপতি সাব্বির আহমেদ শুভ’র মাতা আনোয়ারা বেগম মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে…. রাজেউন)। মরহুমার নামাজে জানাজা বাদ জোহর মিয়া পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা খুলনা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম,২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম খান, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা,জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজি হিরোক, সহ সভাপতি মনজুর হোসেন মিঠু দে, নজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এফ হোসেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসেন,সদস্য মোস্তফা কামাল,খান জাহান আলী থানার আহবায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব সেলিম খান ১০ নং ওয়ার্ড এর আহবায়ক খোকন হাওলাদার, হিরোন শেখ, আফরোজ কাজি, রানা তালুকদারসহ এলাকার অসংখ্য মানুষ। জানাজা শেষে টুটপাড়া কবর স্থানে লাশ দাফন কার্য সম্পন্ন করা হয়,সব শেষে পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়।