বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু স্মরণে ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অদ্য বেলা ১২-০০টায় স্থানীয় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যলয়ে “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়।খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল-এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব সাহারুজ্জামান মোর্ত্তজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তারিকুল ইসলাম, ফারুক হিল্টন, হেলাল আহমেদ সুমন, শরিফুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম মল্লিক, অহিদুজ্জামান হাওলাদার, আলহাজ্ব আলামিন হোসেন, ছাত্রনেতা মিজানুর রহমান বাবু, জাহিদুল ইসলাম বাচ্চু, আবুল কালাম, মিজান সরদার, যুবনেতা আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, বেলাল হোসেন, ইয়াসির শেখ, নজরুল ইসলাম, পলাশ মোল্লা, মেহেদী হাসান মামুন, মোঃ তৈয়বুর রহমান তপু, শামসুজ্জামান হীরা, কামরুল ইসলাম, ইদ্রিস হোসেন সোহান, তুহিন খন্দকার, কবির গাজী, রফিকুল ইসলাম বাবু, রিপন শেখ, মোঃ কামাল উদ্দিন নান্নু, রনি জামান, ছাত্রনেতা আজমাইন হোসেন, শিহাবুল আরেফিন লুপিন,মোঃ স্বপন প্রমূখ।
সভায় মরহুম শফিউল বারী বাবুকে স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, শফিউল বারী বাবু শহীদ জিয়া প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল থেকে দলের ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার আন্দোলনে জেল-জুলুম, নির্যাতন উপেক্ষা করে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।তিনি ছিলেন জাতির ভবিষ্যত কর্ণধর তারেক রহমানের আস্থার প্রতীক আর নেতা-কর্মীদের নিকট সাহসের বাতিঘর।মরহুম শফিউল বারী বাবু ছিলেন সফল ছাত্রনেতা, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশে অন্যতম বৃহত্তম একটি স্বতন্ত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে।
তাঁরা বলেন, শফিউল বারী বাবুর মৃত্যুতে জাতি একজন সত্যিকারের দেশপ্রমিক নাগরিক হারিয়েছে আর বিএনপি হারিয়েছে একজন ত্যাগী, দক্ষ, মেধাবী, সৎ ও বলিষ্ঠ নেতৃত্ব।নেতৃবৃন্দ মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেণ এবং তাঁর পরিবার বিশেষ করে তাঁর দুই শিশু সন্তানের জন্য রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
স্মরণ সভা শেষে শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেণ হাফেজ মোঃ মহিবুল্লাহ।-প্রেস বিজ্ঞপ্তি