মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র করায় দেবহাটায় মিছিল ও বিক্ষোভ করেছে মুসল্লীরা। বুধবার বিকালে আসরের নামাজ শেষে পারুলিয়া সরদার বাড়ী জামে মসজিদ থেকে শতশত মুসল্লির অংশগ্রহনে একটি মিছিল বের হয়। মিছিলটি পারুলিয়া-সখিপুর বাজার প্রদক্ষিন শেষে শহীদ আবু রায়হান চত্বরে ফিরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইমাম মুফতি ফজলুল হক আমিনিসহ মুসল্লীরা তাদের বক্তব্যে ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশ থেকে বয়কট করার দাবি জানান এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাত্রুঁর কুশপুত্তলিকা দাহ করেন। একই সাথে ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীর ফাঁসির দাবী জানান বক্তারা।