১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবদীপ্ত দিন। রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের এ দিনে মুক্তিকামী মানুষ সমৃদ্ধ দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয় ঘটিয়েছিলেন তাঁদের সেই স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একই সাথে ২৪’শের জুলাই-আগস্টে ছাত্র-জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছেন, সেই প্রচেষ্টা বাস্তবায়নেও আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মাহুতি দিয়েছেন এবং যে সকল মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে ২০২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার প্রতিও মাগফেরাত কামনা করছি এবং গুরুতর আহত অবস্থায় যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রতি জ্ঞাপন করছি সহমর্মিতা।
পরিশেষে বীর যোদ্ধারা যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দেশের সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।
মো: ফিরোজ সরকার
প্রশাসক
খুলনা সিটি কর্পোরেশন