স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার’র আয়োজনে ও কাইফেং চাইনিজ রেস্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে খুলনার বিভিন্ন স্কুল এর শিশুরা অংশগ্রহন করে। পরে চিত্রাংকনের উপর বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনায় কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার এর সভাপতি শেখ নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রধান আকতার উদ্দীন পান্নু।আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বিএন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন কামাল নাসের,মো: বিল্লাল হোসেন খান সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় , শাহানুর আলম উপসচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কাজী সাবিরুল আলম প্রধান প্রকৌশলী কেডিএ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান,নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ।
বক্তারা বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন।
হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী।
যাদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলবে।
তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন- মোঃ মনিরুজ্জামান রহিম, যুগ্ম-মহাসচিব খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, খুলনা কালচারাল সেন্টারের আতাহার আলী, গোলাম রব্বানী ভূঁইয়া, দেলোয়ার হোসেন,জাকারিয়া হোসাইন শাওন,সাদিকা ইসলাম,আফরিন রাত্রী প্রমুখ।