মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ১৬ ডিসেম্বর বুধবার সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবসের সমাবেশ ও নগরীতে বর্ণাঢ্য র্যালি। এছাড়া ও সন্ধ্যায় সকল দলীয় কার্যালয়ে আলোকসজ্জা।
খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সকলকে অংশ গ্রহণের জন্য আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান । -খবর বিজ্ঞপ্তি