মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ২৪ মার্চ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২৪ মার্চ সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত, বিষয়: স্বাধীনতা দিবসের তাৎপর্য। (৫০০ শব্দের মধ্যে)। খ-বিভাগ: সপ্তম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব। (৭০০ শব্দের মধ্যে লিখতে হবে)।
সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: নার্সারী থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শেণি, বিষয়: মুক্তিযুদ্ধ বিষয়ক, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: মুক্তিযুদ্ধ বিষয়ক, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।
উল্লেখ্য, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে।