মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৪৮ তম শাহাদত
বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে সরকারী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজে এক র্যালী, আলোচনা সভা ও দোয় মহাফিল অনুষ্টিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ওমর ফারুক।
এসময় সাধারন শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে মহেশপুরে সরকারী, রাজনৈতিক বা অন্যকোন সংগঠন কোন ধরনের অনুষ্ঠান পালন করেননি।
তবে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মসজিদে এক দোয়ার আয়োজন করা হয়েছে ।