চ্যানেল খুলনা ডেস্কঃঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আরও ৫ জনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর রাতের দিকে সীমান্তের মাঠপাড়া ও রায়পুর এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে।ঝিনাইদহ-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, আটককৃতরা বিভিন্ন সময় কাজের সন্ধানে কিংবা অন্য কারণে বিনা পাসপোর্টে ভারত গিয়েছিল। সম্প্রতি তারা বিনা পাসপোর্টে আবার সীমান্ত ক্রস করে চলে এসেছে। তাদের ১৯৭৩ সালের পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হবে। এ নিয়ে ভারতে এনআরসি ঘোষণার পর আতঙ্কগ্রস্ত হয়ে চলতি মাসে অনুপ্রবেশকারী ২৪৭ জনকে আটক করা হল।