সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
মহেশপুর হাসপাতালে দীর্ঘদিন পদ শূণ্য থাকায় স্বাস্থ্যসেবার অবনতি | চ্যানেল খুলনা

মহেশপুর হাসপাতালে দীর্ঘদিন পদ শূণ্য থাকায় স্বাস্থ্যসেবার অবনতি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর ৫০শয্যা স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে ফার্মেসিটি ও ষ্টোর কিপার না থাকায় স্বাস্থ্যসেবা ভেঙ্গে
পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা অসহায়ত্ব প্রকাশ করেছেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, মহেশপুর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে ডাক্তার ও ঔষধ ঘাটতি না থাকলেও ২জন ফার্মেসিটি,ষ্টোর কিপার, পরিসংখ্যানবিদ,ক্যাশিয়ার,মালি পদ দীর্ঘদিন শূণ্য রয়েছে। উপজেলা ইউএইচএন্ডএফপিও ডাঃ আনজুমানারা বেগম জানান, এ সকল পদগুলি দীর্ঘদিন শূণ্য থাকায় তারা সঠিকভাবে কাজ করতে পারছে না। এই হাসপাতালে ১৩জন কর্মকর্তা ও কর্মচারি বিভিন্ন বিভাগে কর্মরত থাকলেও তারা ডেপুটেশনে বাইরে কর্মরত রয়েছে। ফলে হাসপাতালের জনবল সংকট থাকায় তারা মানুষকে সঠিকভাবে সেবা দিতে পারছে না। তিনি আরো বলেন, এ সকল বিষয়ে
উর্দ্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়ে কোন সূরাহ হয়নি। এদিকে মহেশপুর হাসপাতালের রোগীরা নানাভাবে সেবা নিতে এসে বঞ্চিত হচ্ছে। ডাক্তার ও ঔষধ থাকলেও তারা সেবা পাচ্ছে না। ইতিপূর্বে ডাক্তার না থাকার কারণে নানা সমস্যায় ছিল এই হসপিটালটি। গত কয়েক মাস আগে ১৭জন ডাক্তার একসাথে যোগদান করায় ডাক্তার সংকট দূর হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন সেলিনা বেগম জানান, মহেশপুর হাসপাতালের সমস্যাগুলি আমরা লিখিতভাবে পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর কে জানিয়েছি কিন্তু এখনও কোন সূরাহ হয়নি। মহেশপুর হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে তিনি জানান। উল্লেখ্য,মহেশপুর একটি বৃহত্তর উপজেলা। এই উপজেলার ৫ লক্ষাধিক মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। এলাকাবাসী মহেশপুর হাসপাতালকে আরো আধুনিকায়ন ও সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য মন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

শৈলকুপায় ইবি ছাত্রদলের সাবেক সভাপতির উপর হামলা, আহত ৫

শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির উদ্দ্যোগে শীত বস্ত্র বিতরণ

শৈলকূপা শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝিনাইদহে আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

ঝিনাইদহে ম্যাজিক কর্পোরেশন লিমিটেডের পণ্য নকল করে প্রতারণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।