মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কচুয়া বাড়ি গ্রামের গৃহকর্তী প্রতিবন্ধী সবিরণ বেগম (৪০) বসত ঘরে লাগা আগুনে পুড়ে নিহত হয়েছে। এবং একজন আগুন নিভাতে গিয়ে বিদ্যূত পৃষ্ঠে নিহত হয়। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে একজন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জাহাঙ্গীর হোসেন জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতে কচুয়া বাড়ি গ্রামের আলম শেখের বসত ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে তার প্রতিবন্ধী স্ত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। আগুন নেভাতে এসে বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিবেশী আকশেদ শেখ ওরফে কানু (৩৫) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অগ্নিদগ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রতিবেশী জাহাঙ্গীর শেখ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।