মাগুরায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শহরের এম আর রোডে অবস্থিত আলম কমপ্লেক্সের তৃতীয় তলায় আকিজ অফিসের হলরুমে এই শুধী সমাবেশ শুরু হয়।
মাগুরা সার্ভিস সেন্টারের ইনচার্জ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্ এর মাননীয় সিইও মোঃ আলমগীর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এইচ এম নুরুল কবির তৌহিদী, খুলনা রিজিওনের ইনচার্জ মোঃ মহিউল ইসলাম, ঝিনাইদহ ডিভিশনের ইনচার্জ ফারুক হোসাইন, আকিজ তাকাফুল লাইফের হেড অফ ট্রেইনার তোফাজ্জল হোসেন মানিক।
এ সময় ইন্সুরেন্স সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে ঘণ্টা ব্যাপী সুধীদের মাঝে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক সুধী উপস্থিত ছিলেন।