মাগুরায় ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, তরঙ্গ প্রতিবন্ধী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে ২০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।