মাগুরায় ইজিবাইক চুরির ঘটনায় জেলা ইজিবাইক সমিতির সভাপতি ও তার ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুইটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ তাদেরকে আটক ও ইজিবাইক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, শহরের আদর্শ পাড়ার মৃত আব্দুর রউফ এর ছেলে মাগুরা ইজিবাইক সমিতির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও তার ভাই আবু হাসনাত আকাশ হিটলার এবং তাদের সহযোগি সংকোচখালী গ্রামের আজহার ফকিরের ছেলে ইবাদত হোসেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, সম্প্রতি শহরে বেশ কয়েকটি ইজিবাইক চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শহরের বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান চালাই। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার আদর্শ পাড়া থেকে ইজিবাইক সমিতির সভাপতি জাকারিয়া ও তার ভাই হিটলারের পরিচালনায় থাকা একটি গ্যারেজ থেকে দুটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় তাদের দুজনসহ মোট ৩ জনকে আটক করা হয়।
মাগুরা সদর থানা পুলিশ শনিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করে। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।
আটককৃত জাকারিয়ার বিরুদ্ধে সরকারি দলের প্রভাব খাটিয়ে নিরীহ ইজিবাইক চালকদের কে নানা হয়রানি ও অবৈধ চাঁদা আদায় করার একাধিক অভিযোগ রয়েছে।