ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে দীর্ঘ ১৬ বছর পর মাগুরা সদরের মঘী দক্ষিণপাড়ার পূর্ব মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর)) বিকেলে মঘী গ্রামবাসী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করে ঘৌড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২ টি চৌকশ ঘোড়ার মধ্যে চুড়ান্ত দৌড়ে নড়াইল জেলার ঘোড়া ১ম স্থান, যশোরের বাঘারপাড়া ইন্দ্রনীলের ঘোড়া ২য় স্থান ও মহম্মদপুর পাল্লা শ্রীগ্রামের ঘোড়া ৩য় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, শাহেদ হাসান টগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মঘী ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির প্রধান খায়রুজ্জামান সবুজ বলেন, দীর্ঘ ১৬ বছর পর অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমরা মঘীর মাঠে ঘোড়া দৌড় ও মেলা করছি। এ মেলাকে ঘিরে মানুষের মনে আনন্দ উচ্ছাস বইছে। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মাগুরা, যশোর, মহম্মদপুর, ঝিনাইদহ, শৈলকূপার ৩২টি ঘোড়া অংশ নিয়েছে। পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা। এ মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগোরদোলা,চলন্ত ঘোড়া রয়েছে। নারীদের জন্য রয়েছে কসমেটিক স্টল, বিভিন্ন মিষ্টান্ন সামগ্রী, জিলাপী, নানা রকমের চানাচুর, আচারসহ বিভিন্ন রকমের বাহারী সব দোকান। রাতে এ মেলায় গ্রামসবাসীর জন্য থাকছে বিচার গান। আমরা এখন থেকে প্রতি বছর এ মেলার আয়োজন করার চেষ্টা করবো।