বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের অস্থিতিশীল নৈরাজ্যের প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টায় শহরের চৌরঙ্গির মোড়স্ত সেগুনবাগিচায় মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আ.ফ.ম. আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, আ’লীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগ মাগুরার মাটিতে বিএনপি জামায়াতকে অবাঞ্চিত ঘোষণা করেছে এবং সেই সাথে বিএনপি ও জামায়াত জোট ষড়যন্ত্র বন্ধ না করলে অচিরেই তাদের এই অপশক্তি কে কঠোর হস্তে দমন করবে আওয়ামী লীগ ।
সমাবেশস্থলে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।