মাগুরায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।
আজ (১৭ অক্টোবর) সোমবার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পঙ্কজ কুমার কুন্ডুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ছাত্রলীগের কর্মী শরীয়তুল্লাহ রাজন এবং শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জিহাদ মিয়া।
এ সময় ভোট গণনা শেষে মাগুরা, শালিখা, শ্রীপুর, ও মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত ফলাফল জানা যায়, চেয়ারম্যান পদে ৪৯২ টি ভোটের মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৮৬টি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পঙ্কজ কুমার কুন্ডু পেয়েছেন ৩৫২ টি ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ কর্মী শরীয়তুল্লাহ রাজন পেয়েছেন ১৩০ টি ভোট। এ নির্বাচনে ২২২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন পঙ্কজ কুমার কুন্ডু।
অন্যদিকে মাগুরা সদর ও শ্রীপুর সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম তানজেল হোসেন খানের স্ত্রী কামরুন্নাহার জলি।