বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আজ বাংলাদেশেও পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) মাগুরা দোয়ারপাড়ায় অবস্থিত ব্যাপ্টিষ্ট চার্চ উপাসনালয়ে নানা আয়োজনে বড়দিনের অনুষ্ঠান পালিত হয়েছে। খ্রিস্টানদের প্রভু ও রক্ষাকর্তা যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে পালন করা হয় দিনটিকে।
পুনর্জন্ম, নতুন শুরু, ক্ষমাশীলতা, শান্তি ও ঈশ্বর এবং মানবজাতির মধ্যে সম্পর্কের নবায়ন উদযাপনের জন্যই এই উৎসব করে থাকে খ্রিস্ট ধর্মালম্বীরা।
এই দিনে গির্জায় কীর্তন, ধর্মীয় সংগীত, প্রার্থনাসহ কেক কেটে জন্ম দিবসটি পালন করা হয়।
মাগুরায় ৭০ বছরের অধিক সময় ধরে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করে আসছে।