মাগুরা – ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে সোমবার রাত নয়টার দিকে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত, এবং একজন আহত হয়েছে।
মাগুরা রামনগর হাইওয়ে ফাড়ির এসআই সাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার গৌরিচরনপুর গ্রামের মৃত পিকুল বিশ্বাসের ছেলে সানি বিশ্বাস (১৮) এবং কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহিব বিশ্বাস (১৭)। গুরুতর আহত হয়েছে বোরহান বিশ্বাস মোটরসাইকেল আরোহী।
এই তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে মাগুরা শহরে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সানি বিশ্বাস এবং ফরিদপুরে নেয়ার পথিমধ্যে মুহিব বিশ্বাস মারা যায়।
অন্যদিকে বিকেলে ভ্যানের সঙ্গে গাছের ধাক্কায় সদরের নড়িহাটি গ্রামের ফারুক হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে।