ছাত্রলীগের দায়ের করা মামলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের ২৪ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন মাগুরা জজ আদালত। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে জামিন শুনানীর দিনে ২৮ জন আসামি আদালতে হাজির হলে চার জনের জামিন মঞ্জুর করে পৌর বিএনপির আহ্বায়ক মাদুদ হাসান কিজিল, আমিনুর রহমান খান পিকুল জজেলা ছাত্রদলে সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ২৪ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত।
গত ২৭ আগস্ট বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে সদর উপজেলা পরিষদের সামনে বোমা হামলাসহ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হলে মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করে। এছাড়া ঘটনার দিন সদর থানা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সী মাহমুদুর রহমান তিতাসসহ ছয় জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় মাগুরা জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই মিথ্যা বানোয়াট গায়েবী মামলায় নেতা কর্মীদের জামিন নামঞ্জুর করায় তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এবং সেই সাথে গত ২৭ আগস্ট মাগুরা শহরে যে অস্ত্র প্রদর্শন করা হয় তা উদ্ধারের দাবি জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।