মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় ক্রিকেট, ফুটবলসহ সাতটি ইভেন্ট নিয়ে সপ্তাহব্যাপি ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম জেলা স্টেডিয়ামে এ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগীতায় সপ্তাহব্যাপি এ ক্রীড়া উৎসবে ক্রিকেট, ফুটবল, ভলিভল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, লন টেনিস ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপি এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।