মাগুরা প্রতিনিধি : শনিবার (৯ই মে)সকাল ১০টার সময় মাগুরা সদর উপজেলা চত্বরে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু , উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নিবার্হী অফিসার আবু সুফিয়ান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, বোরো ধান সংগ্রহের লক্ষ্যে লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক নির্বাচনের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে মাগুরা সদর উপজেলা থেকে ১ হাজার ১৪৫ জন কৃষক নির্বাচন করা হয়েছে। তিনি আরো জানান , একই প্রক্রিয়ায় জেলার অন্য তিন উপজেলা শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা থেকে কৃষক বাছাই করা হবে। এবছর সরকারি বোরো ধান প্রতিকেজি ২৬ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে উন্মুক্ত পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষকদের নিকট হতে ৩ হাজার ৭২৩ মেট্রিক টন বোরো ধান ক্রয় এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ থাকে যে, উন্মুক্ত পদ্ধতিতে এই লটারির আয়োজনটি মাগুরা স্টার ক্যাবল নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করে।