মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় বিএনপি’র বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের ভাইনার মোরস্ত বিএনপির কার্যালয় হতে বর্ণাঢ্য রেলি পুরো শহর প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা, বিএনপি নেতা কুতুবউদ্দিন, শাহেদ হাসান টগর, যুগ্ন আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম সহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।